হবিগঞ্জ পৌরসভার ২০২২- ২৩ অর্থ বছরের প্রাক – বাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আলহাজ্ব আবু জাহির এমপি, সংসদ সদস্য, হবিগঞ্জ, লাখাই, সায়েস্তা গঞ্জ।
বিশেষ অতিথি, জনাব ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, চেয়ারম্যান জেলা পরিষদ হবিগঞ্জ।
সভাপতি ঃ মোঃ আতাউর রহমান সেলিম, মেয়র হবিগঞ্জ পৌরসভা।
হবিগঞ্জ পৌরসভা ২০২২- ২৩ অর্থ বছরের একটি বাস্তব সম্মত ও সমউপযোগী বাজেট প্রণয়নের লক্ষ্যে পৌর এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ,সাবেক জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ,সাংবাদিক, ব্যবসায়ী, আইনজীবি,সুশীল সমাজের প্রতিনিধি, এবং সি ডি সির নেতৃবৃন্দ সহ পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দদের সাথে প্রাক বাজেট মতবিনিময় সভা।
এডভোকেট আলহাজ্ব আবু জাহির এমপি বক্তব্যে প্রস্তাব করেন প্রাক বাজেটে পৌরসভার একটি বৎসরের আয় ব্যায়ের হিসাব থাকবে, উন্নয়ন কর্ম কান্ডের রেজিস্ট্রি থাকবে। ও পৌরসভার আয়তন বাড়াতে হবে রিচি ইউনিয়নের সুলতান মাহমুদ পুর ও জালালাবাদ গ্রাম কে পৌরসভার অন্তর্ভুক্ত করতে হবে। তিনি উল্লেখিত বক্তব্যে আর ও বলেন হবিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড মাটিয়াধই বিলে একটি নান্দনিক শিশু পার্ক ও তিন কোনা পুকুর পারে একটি নান্দনিক সাতার কাটার স্পষ্ট তৈরি করার প্রস্তাব রাখেন।
হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম বক্তব্যে বলেন উপস্থিত সকলের মতামত লিপিবদ্ধ করা হয়েছে। আগামী বাজেটে সম্পুর্ন করার চেষ্টা করব। এবং সি ডি সির লোকজন কে নতুন পুজেক্টের অন্তর্ভুক্ত করব।
Leave a Reply