1. admin@dailyamarpranerhabiganj.com : admin :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট র‌্যাব-৯ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭টি Neogel 90 Explosive উদ্ধার । সিলেট কোম্পানীগঞ্জ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আফতাব আলীকে  গ্রেফতার করেছে র‌্যাব-৯ মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক। হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্্যাব ৯ সাংবাদিকদের সার্বিক কল্যাণে বহুমুখী কর্মপরিকল্পনা নিচ্ছে কল্যাণ ট্রাস্ট : মোহাম্মদ আবদুল্লাহ। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা জোরদার করেছে সিলেট র‌্যাব-৯ বিশ্ব ডিম দিবস ২০২৪ উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তর হবিগঞ্জ এর উদ্যোগে র্্যলী অনুষ্ঠিত। নবীগঞ্জে ৯২ টি পূজার মন্ডপে শান্তি পূর্ণ ভাবে পূজা চলছে। র‌্যাব-৯ এর অভিযানে ৯৬টি ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার । নবীগঞ্জে নিউ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবীগঞ্জ থানার ওসি’র মত বিনিময় সভা।

ঢাকা-সিলেট মহাসড়কে বাস- ট্রাক-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত।

  • আপডেট সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৩১০ বার পঠিত

 

মোঃ আল আমিন।।

ঢাকা-সিলেট মহাসড়কে বাস- ট্রাক-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ মাইক্রো বাসের ড্রাইভার ও যাত্রী নারী পুরুষ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।


সোমবার বেলা আড়াই টায় ঢাকা-সিলেট সমহাসড়কের মাধবপুর উপজেলার বাখর নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা গামী আল মোবারাকা যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৫২১৩, অজ্ঞাত নামা চালক দ্রুতও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে, বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসে যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-চ-১১-৩৪৪০, এবং একইগামী ট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২২-৪২৯৬, ত্রিমুখী সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ড্রাইভার সহ ৩ যাত্রীর মৃত্যু হয়। হতাহতরা হলো, ১/ অজ্ঞাত নামা মাইক্রোবাস চালক ঘটনাস্থলে মারা যায়।

এবং মাইক্রো বাস যাত্রী, ২/ দিলনাহার (৪৫) স্বামী সুরুজ মিয়া। ৩/ হেলানা আক্তার (২২) স্বামী এমদুল মিয়া। ৪/ মুরাদ মিয়া (১৮) পিতাঃ লাল মিয়া। সাং ফতেহপুর, থানাঃ মদন, জেলাঃ নেত্রকোনা।হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৩ জন কে মৃত ঘোষণা করেন, এবং বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহাম্মেদ বলেন, আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছি। ও গাড়ী তিনটি থানা হেফাজতে রয়েছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Daily Amar Praner Habiganj
Theme Customized By Shakil IT Park