1. admin@dailyamarpranerhabiganj.com : admin :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট র‌্যাব-৯ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭টি Neogel 90 Explosive উদ্ধার । সিলেট কোম্পানীগঞ্জ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আফতাব আলীকে  গ্রেফতার করেছে র‌্যাব-৯ মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক। হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্্যাব ৯ সাংবাদিকদের সার্বিক কল্যাণে বহুমুখী কর্মপরিকল্পনা নিচ্ছে কল্যাণ ট্রাস্ট : মোহাম্মদ আবদুল্লাহ। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা জোরদার করেছে সিলেট র‌্যাব-৯ বিশ্ব ডিম দিবস ২০২৪ উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তর হবিগঞ্জ এর উদ্যোগে র্্যলী অনুষ্ঠিত। নবীগঞ্জে ৯২ টি পূজার মন্ডপে শান্তি পূর্ণ ভাবে পূজা চলছে। র‌্যাব-৯ এর অভিযানে ৯৬টি ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার । নবীগঞ্জে নিউ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবীগঞ্জ থানার ওসি’র মত বিনিময় সভা।

বাবাকে নিয়ে কবিতা লিখেছেন ন্যাশনাল প্রেস সোসাইটি এন পি এস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা হবিগঞ্জ জেলার সভাপতি মোঃ ফয়সল মিয়া।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৫ বার পঠিত

 

———-কবিতা——-
বাবা তুমি চলে গেলে 13 সেপ্টেম্বর 2017ইং,,

_____________ তোমার ছেলে ফয়সল ,

বাবা তুমি চলে গেলে, 13 সেপ্টেম্বর 2017ইং,
বাবা তোমার আদরের ছেলে ফয়সল স্মৃতিগুলো,
হৃদয় থেকে ভুলিতে না পারি।
বাবা মূল্য বুঝবে না ততক্ষণ,
বাবাকে হারাবে না যতক্ষণ ।

প্রতিদিন অনেক কন্ঠে অনেকে আমায় ডাকে,
বাবাগো তুমি তোমার কন্ঠে কেন আমায় আর না ডাক।
অতীতের অনেক স্মৃতি আমায় মনে পড়ে,,
তোমার স্মৃতিগুলো বাবাগো হৃদয়ে রক্তক্ষরণ করে।
বাবার মূল্য বুঝবে তখন,
বাবা তোমার থাকবে না যখন ।
বাবার আদর ও ভালবাসা বুঝবে তখন,
বাবার আদর ও ভালবাসা রইবে না যখন।
তোমার জীবনের সবচেয়ে বেশিকে

ছিল আপন বুঝবে তখন,

বাবা তোমার থাকবে না যখন।

বিনা স্বার্থে কে তোমায় করেছিল যতন বুঝিবে তখন,
বাবা তোমার থাকবে না যখন।
বাবা তুমি চলে গেলে 13 সেপ্টেম্বর 2017,
বাবা তোমার আদর ফয়সল ও স্মৃতিগুলো,
হৃদয় থেকে ভুলিতে না পারি।
স্বার্থ ও উদ্দেশ্য ছাড়া অন্যের ভালবাসা থাকিবে না কিছুক্ষণ,
স্বার্থ ও উদ্দেশ্য ছাড়া বাবার ভালবাসা থাকিবে সর্বক্ষণ।
তুমি মরিলে অন্যরা মনে রাখিবে ওকাঁদিবেকিছুক্ষণ,
বাবা মনে রাখবে ও কাঁদিবে সর্বক্ষণ।
সকলের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে যখন,
বাবার দরজা তোমার জন্য খোলা থাকবে তখন।
স্বার্থ ও উদ্দেশ্য ফুরিয়ে গেলে অন্যেরা খোঁজখবর নিবে না যখন,
বাবা তোমার বিনা স্বার্থে খোঁজখবর নিবে সর্বক্ষণ।
বাবা যে তোমার অমূল্য রতন বুঝিবে তখন,
বাবা তোমার থাকিবে না যখন।
বাবা তোমার প্রতি সন্তুষ্ট থাকিবে যতক্ষণ,
জান্নাতের দরজা খোলা থাকিবে তোমার জন্য ততক্ষণ
বাবা তুমি চলে গেলে 13 সেপ্টেম্বর 2017
বাবা তোমার আদর ছেলে ফয়সল স্মৃতিগুলো,
হৃদয় থেকে ভুলিতে না পারি।

আমার বাবা গত 13 সেপ্টেম্বর 2017
আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন,
বাবার স্মরণে চোখের অশ্রু দিয়ে এই সামান্য টুকু লেখা,
হে মহান রাব্বুল আলামিন, আমার বাবাকে আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করুন, এর সর্বোচ্চ শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ স্থান দান করুন,, আমীন,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Daily Amar Praner Habiganj
Theme Customized By Shakil IT Park