টিম মাধবপুর থানার বিশেষ অভিযানে অদ্য ২৬/০১/২০২২ খ্রিঃ তারিখ ভোর রাত ০২.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস.আই(নি:)/ রাজীব কুমার রায় সঙ্গীয় অফিসার ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর থানাধীন ০৯ নং নোয়াপাড়া ইউ/পি অন্তর্গত করড়া এলাকার জনৈক ছায়েদ মিয়ার বসত ঘর হইতে ১। হযরত আলী সিয়াম (২৩) পিতা- ছায়েদ মিয়া, মাতা- পারভিন আক্তার, সাং- করড়া, ০৯ নং নোয়াপাড়া ইউ/পি, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জকে তার হেফাজত হইতে চোরাই ১৮ (আঠার) টি স্মার্ট মোবাইল সেট ও ০১ টি লেপটপ, মূল্য অনুমান ৪,৮৫,০০০/= (চার লক্ষ পচাঁশি হাজার) টাকা সহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
#টিম_মাধবপুর
#তথ্য_দিন_সহায়তা_নিন।
Leave a Reply