শাহেনা আক্তার ঃ হবিগঞ্জ সদর উপজেলার আব্দাবখাই এলাকায় পৃত্বীপরিচয় না দেওয়ায় একদিনের নবজাতক শিশু পুএকে হত্যার অভিযোগ রুমা আক্তার (২২) নামে এক মায়ের উপর। আজ সকাল সারে দশ ঘটিকায় মশাজান চৌমুনিয়া আব্দাবখাই এলাকায় এঘটনাটি ঘটে। জানায়ায় সে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী শায়েস্তগঞ্জ উপজেলার বড়চর এলাকার মুখলেছ মিয়ার কন্যা। রুমা আক্তার জানায় শায়েস্তাগঞ্জে একই জায়গায় বানিয়াচুং উপজেলার মন্দুরী গ্রামের আরমান মিয়া নামে এক যুবক বাসা ভাড়া নিয়ে আচারের ব্যবসা করে আসছিলো। একপর্যায়ে কৌশলে রুমা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে আরমানের।তারপর থাকে বিয়ের প্রলোভন দিয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করে। পরে ওই যুবতি অন্তসওা হয়ে পড়ে। রুমা আক্তার সেই খবর আরমান কে জানালে সে তার সাথে গত ছয় মাস যাবৎ যোগাযোগ বন্ধ করে দেয় এবং সেখান থেকে চলে যায়। গতকাল রবিবার ফায়ার সার্ভিস রোড এলাকার ডাঃ মমতাজ বেগম এর বাসায় নবজাতকের জন্ম হয়। লোক লজ্জার ভয়ে কোন উপায়ন্ত না পেয়ে রুমা আক্তার ও তার মা সামছুন্নাহার আজ সকালে শিশুটিকে আব্দাবখাই এলাকার একটি ডুবাতে পেলে হত্যার চেষ্টা করে ।এসময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে এবং সঙ্গে সঙ্গে ত্রিফল নাইনে কল দিলে হবিগঞ্জ সদর থানার এস আই হাবিবুর রহমান ঘটনাস্থলে পৌছে এঘটনাটি সত্যতা নিশ্চিত করেন। রুমা আক্তারের জবানবন্দি রেকর্ড করেন এবং শায়েস্তা উপজেলার বড়চড় ১নং ওয়ার্ডের মেম্বার রজব আলীকে বিষয়টি অবগত করেন ।এবং স্থানীয়দের সহযোগীতায় নবজাতক শিশুটিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে ডাঃ দেবাশীষ রায় তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply